The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১১ জেলে

সাগরে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার ১১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অস্ত্রধারী দস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছেন ১১ জেলে। তাদের মধ্যে ১০ জন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাট এলাকার বাসিন্দা এবং অপরজন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

অপহৃতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতির টাংকির ঘাট থেকে মো. সলেমানের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে মালিক সলেমান নিজেও ছিলেন।

বিকেলে (২৪ জুলাই) ট্রলার মালিকের ভাই মো. হানিফ মাঝি জানান, মাছ ধরার একপর্যায়ে দস্যুরা ট্রলারসহ সবাইকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনে রামগতির টাংকি ঘাটের এক আড়ৎদারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।

তিনি আরও জানান, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুডার চর এলাকায় ঘটনাটি ঘটে। তবে অপহৃতদের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।

এদিকে, হাতিয়ার নলছিরা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, আমরা ঘটনাটি মৌখিকভাবে জেনেছি এবং আমাদের হেড অফিসে বিষয়টি জানানো হয়েছে। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.