The Daily Adin Logo
সারাদেশ
ফেনী প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোশারফ হোসেন (২৯) ও তার ছোট ভাই একরাম হোসেন (১৮)। তারা সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজীবাড়ীর বাসিন্দা শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের পাশে থাকা মোশারফ ও একরাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় একরাম হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

নিহতদের চাচাতো ভাই মো. সুজন জানান, মোশারফ হোসেন ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি পরিবহন প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে গেলে কোম্পানির মালিক তাকে গাড়ি উদ্ধার করতে বলেন। এ সময় ছোট ভাই একরামকে সঙ্গে নিয়ে মোশারফ ঘটনাস্থলে যান। গাড়িটি রোডের সাইডে এ রেখে চাকার পেছনে দাঁড়িয়ে কাজ করার সময়, দ্রুতগতির ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.