The Daily Adin Logo
সারাদেশ
নেত্রকোনা প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

এনসিপির পদযাত্রাকে ঘিরে নেত্রকোনায় দুই দিন স্কুল বন্ধের ঘোষণা

এনসিপির পদযাত্রাকে ঘিরে নেত্রকোনায় দুই দিন স্কুল বন্ধের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে নেত্রকোনার পুলিশ লাইন্স স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২৭ ও ২৮ জুলাই বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদযাত্রা উপলক্ষে আগত অতিরিক্ত পুলিশ ফোর্স বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবে। এ কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয় ২৭ ও ২৮ জুলাই বন্ধ থাকবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ লাইন্স স্কুলটি আমাদের আওতাভুক্ত নয়। আমরা কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তদারকি করি। এই স্কুলটি পুলিশের নিজস্ব নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান।’

এ ব্যাপারে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, ‘পুলিশ লাইন্স স্কুল আমাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। তবে স্কুলের ফেসবুক পেজটি গতকাল হ্যাক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.