The Daily Adin Logo
সারাদেশ
গোপালগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন কমিটির এক নেতা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুধ ঢেলে গোসল করেন এবং সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ফাইম বলেন, ‘আমার অজান্তেই আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আজ বিষয়টি জানার পর আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে হেয়প্রতিপন্ন করতে এই নিষিদ্ধ সংগঠনে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠনকে ঘৃণা করি।

ফাইম জানান, তিনি এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তার বয়স যখন ১১, তখন থেকেই তার নাম ছাত্রলীগ কমিটিতে থাকা শুরু করে। এখন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.