The Daily Adin Logo
সারাদেশ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ২৭ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫

রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামের এক নারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক ছিলেন। 

রোববার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মাসুদ রানা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা নাগ পাড়ায় নিহত কবিতা নাগ তার স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার সকলে একসাথে রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করেন তারা।

[61263]

নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, ‘আমার স্ত্রী কবিতা নাগ বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। সে মাঝেমধ্যেই আত্মহত্যা করতে চাইত। এমনকি সে তার স্কুলের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার জন্য গত ১৬ জুলাই কীটনাশক ক্রয় করতে পাঠিয়েছিল৷’ 

চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ‘গত ১৬ জুলাই নিহত কবিতা নাগ হতাশাগ্রস্ত থাকায় কারণ জিজ্ঞেস করলে তিনি পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করেন। ওই দিনেই নিহত কবিতা নাগ স্কুলের পিয়নকে দিয়ে কীটনাশক ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। এ ঘটনায় আমরা তার পরিবারকে অবহিত করেছিলাম।’

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে. এম. মাসুদ রানা জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ওই একাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.