The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ২৮ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২৮ জুলাই ২০২৫

গাজীপুরে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

গাজীপুরে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

গাজীপুর টঙ্গীতে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন একটি খোলা ম্যানহোলে পড়ে যান নারীটি। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ‘ঘটনাস্থলে পৌঁছে আমাদের একটি দল ঘণ্টাব্যাপী তল্লাশি চালাচ্ছে। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পরিপূর্ণ হয়ে আছে।’

এদিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যানহোলটি ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে, যা জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.