The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ২৮ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২৮ জুলাই ২০২৫

ম্যানহোলে নারী নিখোঁজের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ম্যানহোলে নারী নিখোঁজের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। নিখোঁজের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সেই নারীর।

রোববার (২৭ জুলাই) রাত সোয়া নয়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান ওই নারী। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ম্যানহোলে পড়ে নারী নিখোঁজের ঘটনায় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। স্থানীয়রা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওই নারীর সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সড়ক ছেড়ে যাবে না তারা।’

নিখোঁজ নারীর নাম ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪)। তিনি রাজধানীর মিরপুরে ১০ নং সেক্টরে বসবাস করতেন। জ্যোতি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজ জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতা দেখা দেয়। তাদের দাবি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.