The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ২৮ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে শ্রমিকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে শ্রমিকরা

ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

সোমবার (২৮ জুলাই) রাতে শহরের মেড্ডায় সিএনজি মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, গত দুদিন আমরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেছি। আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হবে।

তিনি আরও বলেন, এই অবরোধ কেবলমাত্র সড়কপথে পালিত হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন প্রশাসন কোনো বাধা না দেয়, সে আহ্বান জানাই।

মালিক-শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি ট্রাফিক পুলিশ অটোরিকশা চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে, লাইসেন্স নবায়নে হয়রানি করছে এবং নানা অজুহাতে গাড়ি জব্দ করছে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও মালিকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুবজুল করিম ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া।

এর আগে রোববার (২৭ জুলাই) সকাল থেকে জেলায় কর্মবিরতি পালন করেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকরা।

সড়ক পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই অবরোধের ফলে জেলার যাত্রী ও পণ্য পরিবহন কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়তে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.