নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত ও চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আবু সাঈদ (১৮) রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের বাসিন্দা এবং এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক চালাচ্ছিলেন আবু সাঈদ। চালকের আসনের পাশেই বসে ছিলেন নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে একটি রডবোঝাই ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে আসা ট্রাকটি পেছন দিক থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদ মারা যান। গুরুতর আহত নাসিম হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বনপাড়া হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর রেকার দিয়ে ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
-20250729133213.jpg&w=3840&q=75)
সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







