The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

বুধবার, ৩০ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫

লক্ষ্মীপুরে এক বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে এক বছরে পানিতে ডুবে ১২৫ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর জেলায় গত এক বছরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে প্রায় ১২৫ শিশুর। এর মধ্যে সদর উপজেলায় প্রাণ হারিয়েছে ৪০ শিশু।

মঙ্গলবার (২৯ জুলাই) ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলায় শিশু মৃত্যুর চিত্র অত্যন্ত উদ্বেগজনক। রায়পুরে ২০ জন, রামগঞ্জে ২৮ জন, কমলনগরে ২৮ জন এবং রামগতি উপজেলায় ৯ জন শিশু পানিতে ডুবে মারা গেছে।

দিবসটি উপলক্ষে র‍্যালির আয়োজন ছাড়াও জেলার কমলনগর ও রামগতি উপজেলায় পৃথকভাবে অনুষ্ঠান পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

তিনি বলেন, ‘লক্ষ্মীপুর একটি নিচু এলাকা। বৃষ্টির সময় জলাবদ্ধতা দেখা দেয়, যা শিশুদের জন্য বিপজ্জনক। একটু অসাবধান হলেই শিশু পানিতে ডুবে প্রাণ হারাতে পারে। তাই অভিভাবকদের সচেতন হওয়া ও শিশুদের সাঁতার শেখানো জরুরি।’

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির আইসিবিসি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজ হাসান সুজনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

আয়োজকরা বলেন, শিশুদের অকাল মৃত্যু ঠেকাতে শুধু প্রশাসনের নয়, প্রতিটি পরিবারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সচেতনতাই পারে এমন মর্মান্তিক মৃত্যুর সংখ্যা কমাতে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.