The Daily Adin Logo
সারাদেশ
ভোলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ভোলায় ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল।

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ। যা আজও বলবৎ আছে।

রুটগুলো হলো- ভোলা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-জর জহির উদ্দিন। এ ছাড়া ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুটে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন। নদীতে পানি বাড়ার ফলে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কিন্তু থেমে নেই যাত্রীরা, কেউ আবার ফেরিতে করেই যাচ্ছেন দূর গন্তব্যে।

ভোলা নৌবন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন বলেন, সমুদ্র এবং নৌবন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.