The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ধনবাড়ীর হারিনাতেলী, মাধববাড়ি, নল্যা ও বিলাসপুর গ্রামে পাগলা কুকুরের হঠাৎ আক্রমণে একের পর এক মানুষ আহত হন। সকাল থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কুকুরে কামড়ানোর পর যত দ্রুত সম্ভব হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া উচিত। আমাদের হাসপাতালে সকাল থেকেই কুকুরে কামড়ানো রোগী আসছেন। প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের ভর্তি রাখা হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের সদস্য সৈয়দ খান সৈকত বলেন, ধনবাড়ীতে কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকে আক্রান্ত হতে পারেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ বলেন, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে এত মানুষকে কুকুরে কামড়ানো খুবই উদ্বেগজনক। পাগলা কুকুরগুলোকে ধরতে আমরা কাজ শুরু করেছি।

এদিকে ধনবাড়ী থানার ওসি বলেন, বিষয়টি জানার পর থেকেই পুলিশের একটি টিম মাঠে রয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যেন কেউ কুকুরের ধারে না যায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.