The Daily Adin Logo
সারাদেশ
রাঙ্গামাটি প্রতিনিধি

শনিবার, ০২ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০২ আগস্ট ২০২৫

ফ্যাসিস্ট সরকারের কারণে সম-অধিকার নিয়ে কথা বলা যায়নি: সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া

ফ্যাসিস্ট সরকারের কারণে সম-অধিকার নিয়ে কথা বলা যায়নি: সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া

পার্বত্য চট্টগ্রামে সম-অধিকার নিশ্চিত করতে দীর্ঘ সময় প্রতিবাদ করার সুযোগ পাওয়া যায়নি-এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য বাঙালি নেতা ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে আমরা সম-অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলতে পারিনি।

শনিবার (২ আগস্ট) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স কক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, রাঙামাটি জেলা শাখা’-এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর কামাল এবং সঞ্চালনায় ছিলেন নুরুল আবছার। এতে রাঙামাটির দশ উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, ২৪-এর গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা মুক্তভাবে কাজ করতে পারছি। এখন আমাদের দায়িত্ব-নিয়োগবিধি ও ভূমি বন্দোবস্ত বিষয়ে হাইকোর্টের রায় অনুযায়ী ন্যায্যতা নিশ্চিত করা।

তিনি দাবি করেন, সম্প্রতি পার্বত্য এলাকায় সংঘটিত ধর্ষণের ঘটনার দায় পরিকল্পিতভাবে বাঙালিদের ওপর চাপিয়ে দিয়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিল। তবে সেনাবাহিনীর সহযোগিতায় সে ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে জেলা সম-অধিকার আন্দোলনের সদস্য মাহবুব এলাহী, অ্যাডভোকেট মো. আবছার আলী, অ্যাডভোকেট মো. সুজন কামাল, মো. কামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো. নুরুল আলম, জাহিদ মোস্তফা, এবং দশ উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.