The Daily Adin Logo
সারাদেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ০২ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০২ আগস্ট ২০২৫

মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে: মাওলানা রফিকুল

মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে: মাওলানা রফিকুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনার জন্য প্রয়োজন সততা, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে গঠিত নেতৃত্ব। দেশের ভবিষ্যৎ নির্মাণে মেধাবী তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। তোমরাই জাতির ভবিষ্যৎ। ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলন ছিল সার্বজনীন, যেখানে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়েছিল।

তিনি আরও বলেন, এই আন্দোলনের মধ্য দিয়েই মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে।

উল্লাপাড়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫৪ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা উত্তর শাখার ছাত্রশিবির সভাপতি গোলাম মোস্তফা সাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. আলহাজ উদ্দিন, জেলা সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম এবং সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.