The Daily Adin Logo
সারাদেশ
পঞ্চগড় প্রতিনিধি

শনিবার, ০২ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০২ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে নিম্নমানের সড়ক নির্মাণ, এলজিইডির কর্মচারিকে মারধর

পঞ্চগড়ে নিম্নমানের সড়ক নির্মাণ, এলজিইডির কর্মচারিকে মারধর

পঞ্চগড়ে রাস্তার কাজের অনিয়মের কথা অস্বীকার করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) কার্যালয়ের কার্য সহকারী জাহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার নির্মাণ কাজ চলছিল। কাজের মান খারাপ হওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শনিবার দুপুরে বিক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দিলে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলাম। তিনি কাজের অনিয়ম অস্বীকার করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রি আবুল কালাম বলেন, ‘বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমে গিয়েছিল। সেগুলো পরিষ্কার না করেই কার্পেটিং শুরু হয়, তাই সমস্যা হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘এই রাস্তার কাজ অনেকদিন ধরে চলছে, অথচ পাশের রাস্তার কাজ আগেই শেষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখেছি কাজের মান অত্যন্ত খারাপ। তাই এলাকাবাসী নিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।’

এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কাজ তদারকি করতে গিয়েছিলাম। সেখানে সাংবাদিকদের বলি—কোনো অনিয়ম হয়নি। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আমাকে ধাওয়া দেয়। আমি দৌড়ে পালাতে চেষ্টা করি, তবুও তারা ধরে মারধর করে। পরে কোনোভাবে কৌশলে সেখান থেকে পালিয়ে আসি, না পারলে হয়তো সেই রাস্তাতেই প্রাণ দিতে হতো।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১০ দিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমে ছিল। পরিষ্কার না করেই কার্পেটিং করা শুরু হয়—যা সঠিক হয়নি।’

ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের প্রতিনিধি মিজানুর ইসলাম বলেন, ‘এটি ২০২০-২১ অর্থবছরের কাজ। আমি সাব-ঠিকাদার হিসেবে কাজটি করছি। বিস্তারিত মনে নেই, দেখে বলতে পারবো।’ 

তবে এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ‘রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করেছে বলেও শুনেছি। তবে উপজেলা এলজিইডির কোনো কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন, এমন তথ্য এখনো আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.