The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ০৩ আগস্ট ২০২৫

উড্ডয়নের আগে উড়োজাহাজে কুকুরের ধাক্কা, রক্ষা পেল ৭২ যাত্রী

উড্ডয়নের আগে উড়োজাহাজে কুকুরের ধাক্কা, রক্ষা পেল ৭২ যাত্রী

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের মুহূর্তে এয়ার এস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে একটি কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান বিমানে থাকা ৭২ জন যাত্রী।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে কক্সবাজার বিমানবন্দের।

জানা যায়, উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই রানওয়েতে ঢুকে পড়ে একটি বেওয়ারিশ কুকুর এবং সেটি বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায়।

বিমানবন্দর সূত্র জানায়, ‘সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল রানওয়ে থেকে কুকুরের মৃতদেহ সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ‘থ্রো-চেক’ নামক যান্ত্রিক পরীক্ষা সম্পন্ন করে নিশ্চিত হন, বিমানে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা বিলম্ব ঘটে।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, ‘উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবেই ঢাকায় পৌঁছায়।’

তিনি আরও জানান, ‘দিনের বেলায় রানওয়েতে কুকুরের উপস্থিতি কম থাকলেও সন্ধ্যার পর এদের উপদ্রব বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে নিয়োজিত থাকলেও, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা যাচ্ছে না।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.