The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ০৩ আগস্ট ২০২৫

১১ মাসে হাফেজ হলেন ১৩ বছর বয়সী সোহান

১১ মাসে হাফেজ হলেন ১৩ বছর বয়সী সোহান

মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১৩ বছর বয়সী মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান। অল্প সময়ে সম্পূর্ণ কোরআন হিফজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তার এই অসাধারণ অর্জনে খুশি তার পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা।

হাফেজ মুহাম্মদ মাজহারুল ইসলাম সোহান উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের সৌদি প্রবাসী মুহাম্মদ সোহেল রানা ও মেরিনা আক্তার দম্পতির সন্তান। ২০২৩ সালে তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানেই মাত্র ১১ মাসের চেষ্টায় পুরো কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেন সোহান।

কোরআন হিফজের আগে তিনি নাজেরা শিক্ষা কৃতিত্বের সঙ্গে শেষ করেন। তার কঠোর অধ্যবসায় ও আত্মনিয়োগ মাদ্রাসায় অন্যান্য শিক্ষার্থীদের জন্য এখন এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

নিজের অনুভূতি জানিয়ে হাফেজ সোহান বলেন, মা-বাবার স্বপ্ন পূরণ করতে আমি দিন-রাত কোরআনের পাঠে সময় দিয়েছি। ভোরে সবাই ঘুমিয়ে থাকলেও আমি উঠে পড়তাম। আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের সহযোগিতা এবং আমার পরিশ্রমই আমাকে এই সফলতা দিয়েছে। আমি আরও পড়াশোনা করে ইসলামের খেদমত করতে চাই।

মাদ্রাসার প্রধান হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার বলেন, সোহান অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় ব্যতিক্রম ছিল। তাকে যে পরিমাণ পড়া দেওয়া হতো, সে তার চেয়ে বেশি মুখস্থ করে দিত। তার আগ্রহ ও নিষ্ঠা আমাদেরকেও অনুপ্রাণিত করেছে।

আমরা আশা করি, সে ভবিষ্যতে একজন বড় আলেম ও দাঈ হয়ে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।

সোহানের এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ইসলামিক স্কলার হিসেবে দেখছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.