The Daily Adin Logo
সারাদেশ
বরগুনা প্রতিনিধি

রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ০৩ আগস্ট ২০২৫

‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর, এলাকাজুড়ে আতঙ্ক

‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর, এলাকাজুড়ে আতঙ্ক

বরগুনা শহরের একটি কাপড়ের দোকানে ঢুকে ‘সমন্বয়ক’ পরিচয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে বরগুনা পৌর শহরের বিবি সড়কে তার দোকানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম বরগুনা শহরের ‘লেডিস পয়েন্ট’ নামে একটি দোকানের মালিক। ঘটনার সময় তিনি তার শিশুসন্তানকে নিয়ে দোকানে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী জসিম জানান, ‘রাতে খাবার কিনতে যাওয়ার পথে আমার শিশুসন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেন ইয়াসমিন তানিয়া নামের এক পথচারী নারী। ঘটনার পর কোনো সহানুভূতি না দেখিয়ে উল্টো তিনি আমাকে দুর্ব্যবহার করেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা দুই পক্ষকে ডেকে আনেন আলোচনার জন্য।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আলোচনার সময় ওই নারীর ছেলে সিনহা রহমান ‘সমন্বয়ক’ পরিচয়ে লোকজনসহ এসে আমার ওপর প্রকাশ্যে হামলা চালায়।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘আমরা দুই পক্ষকে ডেকে আলোচনায় বসেছিলাম। কথা বলার একপর্যায়ে সিনহা রহমান ও তার সঙ্গে থাকা এক যুবক হঠাৎ দোকানে ঢুকে জসিমকে মারধর শুরু করে। আমরা সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, না হলে দোকান লুটপাটের আশঙ্কা ছিল।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমরা তাৎক্ষণিকভাবে সব দোকান বন্ধ করে দিই। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ঘটনায় বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর, এলাকাজুড়ে আতঙ্ক | The Daily Adin