The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ০৩ আগস্ট ২০২৫

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে ভৌগোলিক সীমানা পেরিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ান তরুণী স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০)। জীবননগর উপজেলার উথলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানের (৩২) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন চুয়াডাঙ্গায় অবস্থান করছেন তিনি।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় স্মৃতিনূর আতিকা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান রিংকু ও তার পরিবারের সদস্যরা।

রিংকু রহমান জানান, ২০১৮ সালে কর্মসূত্রে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সময় স্মৃতিনূর আতিকার সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে সাধারণ আলাপচারিতা থাকলেও ধীরে ধীরে তা গভীর বন্ধুত্বে রূপ নেয়। অবশেষে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের ৩ জানুয়ারি মালয়েশিয়াতেই তাদের বিয়ে হয়।

বর্তমানে রিংকু ছুটিতে দেশে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে স্ত্রীকেও বাংলাদেশে আনার পরিকল্পনা ছিল। এখন আমি দেশে আছি, তাই সেও ছয় মাসের ছুটিতে এসেছে। এরই মধ্যে তিন মাস কেটে গেছে। ছুটি শেষে একসঙ্গে মালয়েশিয়ায় ফিরে যাব।’

রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, ‘ছেলের পছন্দকে গুরুত্ব দিয়ে আমরা বিয়েতে সম্মতি দিয়েছি। আমাদের বউমা ভিনদেশি হলেও খুব সহজেই সবার সঙ্গে মিশে গেছে। ঘরের কাজকর্মেও সে খুব আন্তরিক।’

মালয়েশিয়ান বউ আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার সকাল থেকেই রিংকুর বাড়িতে ভিড় করছেন কৌতূহলী প্রতিবেশীরা। এক নজর দেখতে চাইছেন ‘ভিনদেশি বউ’কে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.