The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ০৩ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানে ইয়ামিন হত্যা, এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

গণঅভ্যুত্থানে ইয়ামিন হত্যা, এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম।

এর আগে ভোরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় শাইখ আসহাবুল ইয়ামিনকে পুলিশের একটি এপিসি থেকে ফেলে দেওয়া হয়। পরে তিনি গুলিবিদ্ধ অবস্থায় নিহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

ইয়ামিন রাজধানীর মিরপুরে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এমআইএসটির ওসমানী হলে থাকতেন। তার বাড়ি সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.