The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ০৪ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ২ আ.লীগ নেতা

আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ২ আ.লীগ নেতা

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ভোরে উপজেলার নসরতপুর ইউনিয়নের নশরতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার  নশরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম (৫০) এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৪৩)

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে আদমদীঘী থানার মামলা নং-১৪, ২০২৪ সালের ২৫ আগস্টের সূত্রে তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলে। সেই মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.