The Daily Adin Logo
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গায় দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৬টার দিকে পৌরসভার কলোনিপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মঞ্জু হোসেন (৫২), পিতা মৃত বাবর আলী ও মো. রাতুল (২২), পিতা সেলিম হোসেন। তারা দুজনই কলোনিপাড়ার বাসিন্দা।

অভিযান সময় তাদের বাড়ি থেকে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড ফোন এবং ১টি বাটন ফোন জব্দ করা হয়।

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.