The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

কুষ্টিয়ায় ১২ লাখ টাকার পলিথিন জব্দ

কুষ্টিয়ায় ১২ লাখ টাকার পলিথিন জব্দ

কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা এলাকায় আব্দুল গণি মোল্লার বাড়ির নিচতলার একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। এতে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

অবৈধভাবে পলিথিন মজুদ রাখার দায়ে আব্দুল গণি মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অধীনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.