The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জয়কলস এলাকার স্নেহালতা চক্রবর্তী, শহরের আলিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫) এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৮)।

জানা গেছে, সম্প্রতি স্নেহালতা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন। খুশি ছিলেন টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী। আর নিহত শফিকুল ইসলাম শহরের আলিপাড়ার স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারান। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

দুর্ঘটনায় আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম বলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.