The Daily Adin Logo
সারাদেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

সুন্দরবনে অস্ত্রসহ আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার হয়েছে তিনটি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

বুধবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের একটি দল মোংলার শরবতখালী এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-খুলনার পাইকগাছা থানার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)।

কোস্টগার্ড জানায়, আটক দুই জন দীর্ঘদিন ধরে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহের কাজে যুক্ত ছিলেন। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.