The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে দেড় মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় এলে দেড় মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় এলে দেড় মাসের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও জানান, জনগণের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

আমীর খসরু বলেন, ‘দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠে গেছে। আমাদের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।’

এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে তুলে ধরেন।

পরে নিউমার্কেট মোড় থেকে এক বিজয় র‍্যালি বের করা হয়, যা কোতোয়ালী, লালদীঘি, আন্দরকিল্লা হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ ও র‍্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বর্তমান আহ্বায়ক এরশাদ উল্যাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.