The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের যুবককে ভারতে অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি 

ঠাকুরগাঁওয়ের যুবককে ভারতে অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রউফের ছেলে মো. মিঠুন (২২) ভারতের পাঞ্জাবে গিয়ে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের হাতে অপহরণের শিকার হয়েছেন।

অভিযুক্ত চক্রটি মিঠুনকে আটকে রেখে শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠুন সাত বছর আগে কাজের সন্ধানে ভারতের পাঞ্জাবে যান। গত মঙ্গলবার বিকেলে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার সকালে তার পরিবারের কাছে ভারতীয় একটি নম্বর (৯৯০৬৯৩১৯৪৩) থেকে ফোন আসে। সেখানে দাবিকৃত মুক্তিপণের বিষয়টি জানানো হয়।

মিঠুনের পরিবারের দাবি, হরিপুর উপজেলারই টিংকু, আতিকুর রহমানসহ চার–পাঁচজন বাংলাদেশি যুবক বর্তমানে পাঞ্জাবে অবস্থান করছেন এবং এই অপহরণের সঙ্গে জড়িত। ওই চক্রই মিঠুনকে আটক রেখে নির্যাতন করছে।

পরিবার জানায়, ভারত থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়—মিঠুনকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং কয়েকজন ব্যক্তি তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করছে। এ বিষয়ে হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিঠুনের মা রাবেয়া বেগম।

স্থানীয়রা জানান, অভিযুক্ত পাচারকারীরা হরিপুর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছে। মাঝেমধ্যে তারা এলাকায় যাতায়াত করলেও বর্তমানে সবার অবস্থান পাঞ্জাবেই বলে জানা গেছে।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জয়নুল আবেদীন নামে এক স্থানীয় সাংবাদিক। এর জেরে অপরাধচক্রটি ভারত থেকে তাকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হরিপুর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ‘মিঠুনের মা থানায় একটি জিডি করেছেন। যেহেতু ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে, তাই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.