The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বাগেরহাটে চাঁদা দাবির অভিযোগে ৩ ‘ভুয়া সাংবাদিক’ আটক

বাগেরহাটে চাঁদা দাবির অভিযোগে ৩ ‘ভুয়া সাংবাদিক’ আটক

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার কথিত ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

বাগেরহাট সদর থানার ওসি মো. মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। অথচ কিছু অসাধু ব্যক্তি এই পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে। প্রশাসনের পদক্ষেপে আমরা স্বস্তি বোধ করছি।’

বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ‘তারা নিজেদের বিভিন্ন জাতীয়-স্থানীয় পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে এসে আমাদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক পরিচয়ে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.