The Daily Adin Logo
সারাদেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে নিহত সুইটি আক্তার নিশির সঙ্গে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন।

এ ছাড়া প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান। মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ সময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ।

এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.