The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

‘আওয়ামীপন্থিদের’ প্রবেশ, এক মণ দুধে ধোয়া হলো বিএনপির কার্যালয়

‘আওয়ামীপন্থিদের’ প্রবেশ, এক মণ দুধে ধোয়া হলো বিএনপির কার্যালয়

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির অফিসে এক মণ দুধ ঢেলে পরিষ্কার করা হয়েছে। ছাত্রদলের অভিযোগ, দলের একটি অংশ ‘আওয়ামী লীগের লোকজন’ নিয়ে অফিসে প্রবেশ করায় এ কর্মসূচি নেওয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জানান, ৫ আগস্ট ছিল ‘গণঅভ্যুত্থান দিবস’। এই উপলক্ষে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। কিন্তু বিএনপির একাংশ, বিশেষ করে ইশরাক সিদ্দিকীর অনুসারীরা, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ বলে অভিযুক্ত কিছু লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে।

তারা বলেন, এতে গণঅভ্যুত্থান দিবসের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং দলীয় ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা ১ মণ দুধ দিয়ে অফিস ধুয়ে ‘কলঙ্কমুক্ত’ করার দাবি জানান। ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতা-কর্মী হাতে বালতিভর্তি দুধ নিয়ে অফিস পরিষ্কার করছেন এবং বক্তব্য দিচ্ছেন।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কৌতূহল ও বিতর্ক উভয়ই সৃষ্টি হয়েছে। কেউ একে প্রতিবাদের অভিনব রূপ হিসেবে দেখছেন, আবার কেউ এ ঘটনাকে রাজনৈতিক বিভক্তির চরম বহিঃপ্রকাশ বলেও আখ্যা দিচ্ছেন।

কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন বলেন, ‘৫ আগস্ট ঐতিহাসিক দিন। অথচ বিএনপির একটি পক্ষ ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন নিয়ে আমাদের পার্টি অফিসে প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘এতে দলীয় গৌরবের অপমান হয়েছে। আমরা সেই কলঙ্ক মুছে ফেলতেই এক মণ দুধ দিয়ে অফিস ধুয়ে দিয়েছি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.