The Daily Adin Logo
সারাদেশ
রাজশাহী ব্যুরো

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে বাউল শিল্পী ডালিমের মৃত্যু

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে বাউল শিল্পী ডালিমের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাউল সংগীতশিল্পী তরিকুল ইসলাম ডালিম (৩২)। তিনি সংগীতজগতে ‘গামছা বাউল ডালিম’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের একটি বিলে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।

তরিকুল ইসলাম দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। তিনি গান গাওয়ার পাশাপাশি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন জীবিকার প্রয়োজনে।

জানা গেছে, শ্রীপুরে বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় তিনি দুর্ঘটনার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারাতে গিয়ে হঠাৎ একটি সার্কিটে শক লাগে। সঙ্গে সঙ্গেই পাশের ধানক্ষেতে ছিটকে পড়েন ডালিম। এরপর আর জ্ঞান ফেরেনি।

তার অকাল মৃত্যুতে দুর্গাপুরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় শিল্পীরা জানিয়েছেন, লোকজ সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং তিনি গানের সাধনায় অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতেন।

মাত্র তিন দিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছিলেন—‘জীবন গাড়ির নাইরে ব্যাক গিয়ার।’ তার পরদিনই পোস্ট করেন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ছবি। কে জানত, এমন এক ট্রান্সফরমার মেরামত করতে গিয়েই না ফেরার দেশে পাড়ি জমাবেন তিনি!

বাউল ডালিম আলোচনায় আসেন আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’-তে ইয়েস কার্ড পাওয়ার মাধ্যমে। প্রথম অডিশনেই বিচারকদের নজর কাড়েন তিনি। যদিও শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি, তবে তার ‘মাটির টান’ আর গামছা জড়ানো বাউল রূপ দর্শকদের মনে দাগ কেটে যায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.