The Daily Adin Logo
সারাদেশ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

বগুড়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বগুড়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বগুড়ার শিবগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এ পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) ও একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)। 

এ পালাক্রমে ধর্ষণের ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে  ৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর উত্তর পাড়া গ্রামের ফারুক হোসেন (৪০) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ওই গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী হতে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। তার স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে আসামিরা পালাক্রমে ধর্ষণ করেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের নামে মামলা নেওয়া হয়েছে, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.