The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত হওয়ার ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

আসামি এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।

এর আগে, গত বুধবার ভোরে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহার উদ্দিনকে নিয়ে তার স্বজনরা লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান।

নিহতরা হলেন- বাহার উদ্দিনের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, ‘ঘটনার পর চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম সেখানে সম্পন্ন হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.