The Daily Adin Logo
সারাদেশ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার

প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার

রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তার এই হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা এ ঘটনার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় মাসুদ রানার ক্যাসিনো এজেন্টি ও অবৈধ সম্পদ সম্পর্কিত অভিযোগ নিয়ে আলোচনা হয়। এই বিষয়গুলো অনুসন্ধান করতে কয়েকজন সাংবাদিক সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে মাসুদ রানা তাদের বিরুদ্ধে হুমকি উচ্চারণ করেন।

এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজে ক্ষোভ বিরাজ করছে। মাসুদ রানার বিরুদ্ধে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার নানা অভিযোগও উঠেছে। এজন্য সাংবাদিক নেতারা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে আছেন কি না, তা আমার জানা নেই। যদি থেকে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন, এ ধরনের হুমকি দায়িত্বহীন এবং দুঃখজনক। আমরা অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, আমি বিষয়টি জানি এবং অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.