The Daily Adin Logo
সারাদেশ
মানিকগঞ্জ প্রতিনিধি

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

স্কুলে আগুন দেয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্কুলে আগুন দেয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলীনূর বকস রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

আলীনূর বকস রতন দরগ্রাম এলাকার এলাহী বকসের ছেলে এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। গেলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হন তিনি। এর আগেও একবার ইউপি চেয়ারম্যান ছিলেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ‘আলীনূর বকস দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.