The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

বেনাপোলে ইতালিয়ান পিস্তলসহ যুবক আটক

বেনাপোলে ইতালিয়ান পিস্তলসহ যুবক আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তিনি পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে আক্তারুলের কাছ থেকে একটি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস-এর ১৬২ আর পিলার হতে প্রায় ৩০০ গজ দূরে পুটখালী গ্রামের আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রয় করে আসছিলেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.