The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠা দিয়ে জেলেকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বৈঠা দিয়ে জেলেকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকার বৈঠা দিয়ে মাথায় আঘাত করে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলেকে হত্যার অভিযোগে কালী মোহন দাস (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। শনিবার ভোর সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই জেলে। এদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান মনিন্দ্র দাস, কালী মোহন দাস ও দিলীপ সরকার। 

অসুস্থ হওয়ায় মনিন্দ্র দাস নৌকার মধ্যে শুয়ে ছিলেন। এ নিয়ে কালী মোহন দাস তাকে গালাগালি করেন এবং কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কালী মোহন দাস নৌকার বৈঠা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত মনিন্দ্রকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার ভোর সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরও আসামি কালী মোহন দাস এলাকায় অবস্থান করছিলেন। ভুক্তভোগীর স্বজনরা থানায় অভিযোগ দিলে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলামের নির্দেশে এসআই কামালের নেতৃত্বে রাত সাড়ে ১২টায় কালী মোহন দাসকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.