The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

রবিবার, ১০ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় জেলের মৃত্যু

নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় জেলের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে আমজাদ হোসেন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোববার (১০ আগস্ট) দুপুরে রামগতি থানার ওসি কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আমজাদ রায়পুর উপজেলার চরবংশী এলাকার সৈয়দ আহমদের ছেলে। পেশায় তিনি একজন জেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বয়ারচর ব্রিজঘাট এলাকায় একটি নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় নৌকায় মোট পাঁচজন জেলে ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন, বাকিরা আগুনে দগ্ধ হন।

দগ্ধ চারজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ মারা যান। বাকি তিনজন- আবুল খায়ের (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক হোসেন (৩৯)—বর্তমানে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ বিষয়ে ওসি কবির হোসেন জানান, ‘ফারুকের শরীরের ৪৫ শতাংশ, খায়েরের ৩৫ শতাংশ ও গণির ৫০ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.