The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ১০ আগস্ট ২০২৫

নাটোরে চোর চক্রের ৩ সদস্য আটক

নাটোরে চোর চক্রের ৩ সদস্য আটক

নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের তিন সদস্য—ননদ, ভাবি ও শাশুড়িকে আটক করেছে স্থানীয়রা।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫), মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫) ও লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)। পারিবারিক সম্পর্ক অনুযায়ী আলিয়া খাতুন হাসি বেগমের ননদ ও আছিয়া বেগম তাদের মামিশাশুড়ি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন জানান, দুপুরে কলেজ মোড় এলাকার ফাতেমা বেগম নামে এক গ্রাহক টাকা জমা দিতে এলে তিন নারী তাকে ঘিরে ধরেন। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞেস করলে কোনো স্পষ্ট জবাব না দিয়ে চলে যেতে থাকেন তারা। ঠিক তখনই ফাতেমা বেগম অভিযোগ করেন, তার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে তিন নারীকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, ‘আমি টাকা জমার রসিদ লিখছিলাম, ঠিক তখনই কৌশলে তারা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়।’

লালপুর থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বাড়ি নাটোরে হলেও তারা কুষ্টিয়ায় বসবাস করেন এবং ভিক্ষার ছলে বিভিন্ন এলাকায় চুরি করে থাকেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.