The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান

দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে কমিয়ে আনা সম্ভব বলে  জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে জয়পুরহাটে শিল্পকলা একাডেমিতে এক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এমনকি বায়তুল মোকাররমের খতিবও দুর্নীতির কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটি প্রমাণ করে যে দুর্নীতি আমাদের নানা স্তরে বিদ্যমান।’

তিনি বলেন, ‘শুধু অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের প্রত্যেকের দিকেই নজর দিতে হবে। চাইলে আমার সম্পর্কেও খোঁজ নিতে পারেন।’

দুদক চেয়ারম্যান স্বীকার করেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা সম্ভব নয়। তবে আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। 

তিনি বলেন, ‘আমরা যদি পারস্পরিকভাবে আন্তরিক হই, তবে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।’

গণশুনানিতে উপস্থিত বিভিন্ন ব্যক্তি দুর্নীতি-সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানিতে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.