The Daily Adin Logo
সারাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জে কাদা ছিটানো নিয়ে মসজিদের মাইকে ঘোষণা ‍দিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জে কাদা ছিটানো নিয়ে মসজিদের মাইকে ঘোষণা ‍দিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আহত হয়েছেন ৩০ জন।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে গাবতলী বাজারগামী তাজুল ইসলাম (২৫)-এর ওপর বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেল থেকে কাদা ছিটে পড়ে। তাজুল ধীরে যেতে বললে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

করিমগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

পরে সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.