The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

আরকান আর্মি ছেড়ে পালিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করল যুবক

আরকান আর্মি ছেড়ে পালিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করল যুবক

মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী ‘আরকান আর্মি’ ছেড়ে পালিয়ে আসা এক বাংলাদেশি যুবক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে আত্মসমর্পণ করা ওই যুবককে আটক করেছে উখিয়া ব্যাটেলিয়ন (৬৪ বিজিবি)।

আটককৃত যুবকের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি নাইক্ষ্যংছড়ির গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিকেলে জীবনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত নিরাপত্তার কারণে জীবন আরকান আর্মি ছেড়ে পালিয়ে এসেছে, যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছে।

তিনি আরও জানান, জীবনসহ প্রায় ৩০০ আরকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে গেছে। আত্মসমর্পণকারী যুবক দাবি করেছেন, তারা যেকোনো সময় বাংলাদেশে প্রবেশ করে আত্মসমর্পণ করতে পারে।

অন্যদিকে, গত রাতে সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা ওপারের তীব্র গোলাগুলির শব্দ শুনেছে।

বিজিবি জানায়, সীমান্তের ওপারে শূন্যরেখা থেকে ৩০০ থেকে ৩৫০ মিটার দূরে আরকান আর্মি ও অন্য কোনো বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে গুলি না পড়লেও পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার ও সতর্কতা অবলম্বন করছে বিজিবি।

২০২৪ সালের ডিসেম্বরে আরকান আর্মি মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকার রাখাইন অংশের পুরো ২৭১ কিলোমিটার অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানায়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.