The Daily Adin Logo
সারাদেশ
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ১১ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১১ আগস্ট ২০২৫

গাজীপুরে দুই একর বন বিভাগের জমি উদ্ধার

গাজীপুরে দুই একর বন বিভাগের জমি উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন। পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা রাশিদ আরিফ জানান, ‘গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় সংরক্ষিত বন বিভাগের জমি দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। এতে বন বিভাগ বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।’

অভিযানে দীর্ঘ দিন ধরে দখল করে রাখা বহুতল ভবন, দোকানপাট, বসতঘর ও গুদামসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গাজীপুরের জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.