The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

খুলনায় খাবার তৈরিতে ভেজাল, কারখানার মালিককে জরিমানা

খুলনায় খাবার তৈরিতে ভেজাল, কারখানার মালিককে জরিমানা

খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় এবং ওজন কমানোর অভিযোগে যাদব ঘোষ ডেয়ারির মিষ্টান্ন কারখানার মালিক ব্রজেন্দ্র ঘোষকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। 

এ সময় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন নেতৃত্বে পরিচালিত এই অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় করা হয়।

আদালতের প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল। এ ছাড়া পেশকার তুহিন, আনসার সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘জনস্বার্থে খাদ্যের গুণগত মান ও সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.