The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

১ কোটি ৩০ লাখ টাকায় ডিবি হারুনের রিসোর্ট রক্ষার অভিযোগ

১ কোটি ৩০ লাখ টাকায় ডিবি হারুনের রিসোর্ট রক্ষার অভিযোগ

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে উত্তেজিত জনতা কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের বাড়িঘর ও স্থাপনায় ভাঙচুর চালায়।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের বাড়ি ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বাড়িও ছিল হামলার তালিকায়। কিন্তু মিঠামইনের হোসেনপুর হাওরে অবস্থিত হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ অক্ষত থাকে।

স্থানীয়দের অভিযোগ, ১ কোটি ৩০ লাখ টাকার বিনিময়ে রিসোর্ট রক্ষার দায়িত্ব নেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। এ নিয়ে এলাকায় চলছে তীব্র সমালোচনা।

উপজেলা যুবদলের সদস্য মাহফুজ আহমেদ বলেন, ‘ঘটনার কিছু দিন পর হারুনের চাচা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান ভূঞা ব্যাগভর্তি টাকা জাহিদুল আলম জাহাঙ্গীরের খামারবাড়িতে পৌঁছে দেন। আমি নিজে উপস্থিত ছিলাম।’

ছবি- রূপালী বাংলাদেশ

মাহফুজের অভিযোগ, ‘এই টাকার বিনিময়েই রিসোর্ট রক্ষার চুক্তি হয় এবং বিএনপির সভাপতি আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদেরও অর্থের বিনিময়ে রক্ষা করে আসছেন।’

স্থানীয় বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, ‘জমি দখল করে রিসোর্ট বানানো হয়েছে। কৃষকরা কান্না করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন। আমরা চাই জমি ফেরত দেওয়া হোক। 

স্থানীয় আফাজ মিয়ার ভাষ্য, ‘টাকা লেনদেনের গুঞ্জন সবার কানে এসেছে। মামলা ও ভয়ভীতি দেখিয়ে মানুষকে হামলা থেকে বিরত রাখা হয়েছে।’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুখলেছুর রহমান আকন্দ বলেন, ‘লোকমুখে টাকা লেনদেনের কথা শোনা যাচ্ছে। হয়তো এই কারণেই রিসোর্টে কোনো হামলা হয়নি।’

হোসেনপুর গ্রামের দীলিপ চৌধুরী দাবি করেন, তার ১ একর ১০ শতাংশ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। 

মানিক মিয়ার অভিযোগ, ৫ একর জমি ৫ কোটি টাকায় দেওয়ার কথা থাকলেও তিনি কোনো অর্থ পাননি।

সাবেক ডিবি প্রধান হারুনের রিসোর্ট রক্ষার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি- রূপালী বাংলাদেশ

হারুনের চাচা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঞা বলেন, ‘আমি নিজেই মামলার আসামি। রিসোর্ট রক্ষায় টাকা দেওয়ার কথা জানি না।’

উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, ‘যে টাকা নেওয়ার কথা বলা হচ্ছে, তার প্রমাণ দিতে হবে। আমি রিসোর্ট রক্ষার দায়িত্ব নিইনি। অভিযোগ মিথ্যা।’

গত রোববার প্রেসিডেন্ট রিসোর্টে গিয়ে দেখা যায়, মাওলা আলী ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ৮ আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে। ১৬ জন কর্মকর্তা-কর্মচারী রিসোর্টে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

১ কোটি ৩০ লাখ টাকার বিনিময়ে সাবেক ডিবি প্রধান হারুনের রিসোর্ট রক্ষার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি- রূপালী বাংলাদেশ

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বপন চিশতী জানান, তারা মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে তিন বছরের জন্য রিসোর্টটি লিজ নিয়েছেন এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করেছেন। তবে লিজের অর্থের পরিমাণ জানাতে তিনি রাজি হননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.