The Daily Adin Logo
সারাদেশ
রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

চার দিনে উড়োজাহাজ বানিয়ে আকাশ জয় রাজবাড়ীর রাহুলের

চার দিনে উড়োজাহাজ বানিয়ে আকাশ জয় রাজবাড়ীর রাহুলের

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত বারমল্লিকা গ্রামের নবম শ্রেণির ছাত্র রাহুল শেখ (১৫) প্রমাণ করল—স্বপ্ন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই।

মাত্র চার দিনে নিজের হাতে বানিয়ে ফেলেছে বাংলাদেশ বিমান ৭৮৭ ‘অচিন পাখি’ মডেলের একটি উড়োজাহাজ, যা সফলভাবে আকাশে ওড়াতেও সক্ষম হয়েছে।

রাহুল স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং কৃষক শামসুল শেখ ও গৃহিণী আলেয়া বেগমের সন্তান। দুই ভাই ও তিন বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও যন্ত্রপাতির প্রতি তার গভীর আগ্রহ। নানা ছোটখাটো গ্যাজেট বানানোর কারণে গ্রামে সে ‘ক্ষুদে বিজ্ঞানী’ নামে পরিচিত।

মাত্র ১৫ হাজার টাকা খরচে ইউটিউব থেকে শেখা জ্ঞান কাজে লাগিয়ে তৈরি করেছে উড়োজাহাজটি। প্রথম মডেলটি ওজন বেশি হওয়ায় উড়তে ব্যর্থ হলে অনেকে হাসাহাসি করলেও রাহুল হাল ছাড়েনি। চার দিনের টানা পরিশ্রমে দ্বিতীয় মডেল সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয় সে।

উড়োজাহাজ হাতে রাহুল শেখ। ছবি- রূপালী বাংলাদেশ

উড়োজাহাজ দেখতে এখন প্রতিদিনই ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। তার মা আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে দিনরাত পরিশ্রম করে বিমান বানিয়েছে। এত লোক যখন ওর কাজ দেখতে আসে, আমার খুব ভালো লাগে। দোয়া করি, ভবিষ্যতে আরও বড় কিছু আবিষ্কার করুক।’

বাবা শামসুল শেখ বলেন, ‘রাহুল শুধু বিমানই নয়, ফ্যান-লাইটসহ অনেক কিছু বানিয়েছে। ওর প্রতি আমার সবসময় সহযোগিতা থাকবে।’

প্রতিবেশী মিঠু মল্লিক বলেন, ‘রাহুল আমাদের জেলার গর্ব। এ বয়সে এমন সাফল্য সত্যিই বিরল।’

প্রত্যন্ত গ্রাম থেকে আকাশ জয় করা এই কিশোরের সাফল্য দেখিয়ে দিল—অদম্য ইচ্ছা থাকলে গ্রামীণ প্রেক্ষাপট, সীমিত সুযোগ-সুবিধা কিংবা অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনো বাধাই হতে পারে না।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.