The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

মোরেলগঞ্জ হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম

মোরেলগঞ্জ হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অনিয়ম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল হাসপাতালটি পরিদর্শন করে।

অভিযানে হাসপাতালের ওষুধ স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এ ছাড়া রোগীদের খাবার সরবরাহে পরিমাপ অমান্য করা, ডিজিটাল হাজিরায় অনুপস্থিতি, এবং টিকিট কাউন্টারে ৩ টাকার বদলে ৫ টাকা নেওয়ার মতো অনিয়মের বিষয়গুলোও নিশ্চিত হয়।

৫০ শয্যার এই হাসপাতালে সরকারের কোটি টাকার ওষুধ বরাদ্দ থাকলেও রোগীদের অ্যান্টিবায়োটিক, সেফট্রিয়াক্সোন ইনজেকশন, কলেরা স্যালাইনসহ প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালের অন্তঃবিভাগে ৩৫ প্রকার ওষুধের তালিকা থাকা সত্ত্বেও চিকিৎসকরা গ্রুপ পরিবর্তন করে বিভিন্ন কোম্পানির ওষুধ লিখে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খাবার সরবরাহেও অনিয়মের অভিযোগ উঠেছে—সকালের নাস্তা দেরিতে বেলা ১০টায় পরিবেশিত হচ্ছে, আর দুপুরের খাবারে পরিমাপ অমান্য করে কখনো পাঙ্গাস মাছ, কখনো পোল্ট্রি মুরগি দেওয়া হচ্ছে।

দুদকের কর্মকর্তা অভিযানকালে তিনজন মেডিকেল অফিসার, টিকিট কাউন্টার দায়িত্বপ্রাপ্ত মনির হোসেন ও আরও কয়েকজনকে লিখিতভাবে সতর্ক করেছেন।

সহকারী পরিচালক মো. রাসেল রনি বলেন, "টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা নেওয়া এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবারো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.