The Daily Adin Logo
সারাদেশ
খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোন সদস্যরা অভিযান চালিয়ে প্রায় নয় লাখ ২৭ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ করেছে।

গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি-জি ও উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি টিম মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চট্টমেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ভাঙারি বহনকারী ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ৩০৯ ঘনফুট অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (২৯৬ টুকরা) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২৭ হাজার টাকা বলে জানা গেছে।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.