The Daily Adin Logo
সারাদেশ
রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

রাঙামাটিতে বিজিবির অনুদান ও সামগ্রী বিতরণ

রাঙামাটিতে বিজিবির অনুদান ও সামগ্রী বিতরণ

রাঙামাটির ভূষণছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং কবরস্থান উন্নয়নের জন্য জেনারেটর, টিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্রীড়াসামগ্রী ক্রয় ও স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবির ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজ খানার উন্নয়নের জন্য টিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন।

[66032]

এ ছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সামগ্রী ক্রয়, ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ক্রয়, দুস্থ, অসহায় ও গরিব পরিবারের চিকিৎসা, আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, বর্ণিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.