The Daily Adin Logo
সারাদেশ
ফেনী প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ১৩ আগস্ট ২০২৫

জয়নাল হাজারী কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

জয়নাল হাজারী কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ফেনীতে জয়নাল হাজারী কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধর দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

তাদের দাবি, গত ৩২ বছরের মধ্যে এ কলেজে কোনো ছাত্ররাজনীতি কার্যক্রম ছিল না। সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু গত দুইদিন আগে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা  সরাসরি ক্যাম্পাসে ডুকে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করে। এতে ৪জন ফরম সংগ্রহ করলেও বাকিরা প্রত্যাখ্যান করেন।

 ক্ষোভ প্রকাশ প্রাক্তন শিক্ষার্থীরা জানান, আমাদের কলেজে রাজনীতি যুক্ত করে শিক্ষার মান বিনষ্ট করতে চাইলে আমাদের আন্দোলন আরো বেগমান করবো। অতীতেও ছিলনা ভবিষ্যতেও থাকতে পারবে না।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক জানান, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয় নিয়ে কলেজ পরিচালনা কমিটির সাথে জরুরী ভাবে বসবো। কিভাবে কলেজটি আগের ন্যায় রাজনীতিমুক্ত রাখা যায় সেই ব্যবস্থা নেয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি।

বিক্ষোভ কর্মসূচি শেষে আগামী ৭২ ঘন্টার মধ্যেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৪ দফা দাবীর স্মারকলিপিটি অধ্যক্ষের বরাবর প্রেরণ করা হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.